২০১৯ সালে প্রণীত নতুন নিয়মেই এবছরেও ভর্তি পরীক্ষা নেওয়ার ইচ্ছে থাকলেও বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ১০০ নম্বরের পরীক্ষা বলতে আসলে ১০০ নম্বরের স্কোরিং হবে যেখানে ২০ নম্বরের স্কোর থাকবে এসএসসি এবং এইচএসসি'র জিপিএ এর উপরে আর ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হবে; যেখানে ৮০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৫০ নম্বরের লিখিত পরীক্ষা ও ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই ৫০ নম্বরের লিখিত ও ৩০ নম্বরের এমসিকিউ এর প্রশ্নের মানবণ্টন কীরূপ হবে তা এখন চূড়ান্ত করে জানায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়।
এর পূর্বের বছরগুলোতে ঢাবির ভর্তি পরীক্ষায় ২০০ নম্বরের স্কোরিং করা হতো যায় মধ্যে ৮০ নম্বর থাকতো এসএসসি এবং এইচএসসি'র জিপিএ এর উপরে ('এসএসসি × ৬ + এইচএসসি × ১০' এই পদ্ধতিতে) এবং ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হতো। গতবছর তথা ২০১৯ সালে এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষা চালু করা হয় সেখানে ৭৫ নম্বরের এমসিকিউ এবং ৪৫ লিখিত পরীক্ষা নেওয়া হয়।
কিন্তু এবছর সেই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হচ্ছে না। এবছরের জন্য যে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে ২০ নম্বরের জিপিএ স্কোরিংয়ে এসএসসি এবং এইচএসসি'র জিপিএ স্কোরিং কত কত করে হবে তা এখনও চূড়ান্ত করে জানায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়।
তবে এবছর ভর্তি পরীক্ষাগুলো বিভাগীয় পর্যায়ে নিবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়; অর্থাৎ ভর্তি পরীক্ষার্থীরা নিজের বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা দিতে পারবে।
আর ঢাবিসহ মোট পাঁচটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে। তারা নিজস্ব সতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে। এই পাঁচটি বিশ্ববিদ্যালয় হলো— ঢাবি, রাবি, চবি, জাবি এবং বুয়েট।
যাহোক, তোমরা একটা বিষয় জেনে রেখো যে— ২০২০-২১ সেশনে ঢাবির ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়ার এই সিদ্ধান্তে ঢাবি তাদের ভর্তি পরীক্ষার মার্ক কমিয়েছে মাত্র, সিলেবাস কিন্তু কমায়নি, সিলেবাস আগের মতোই আছে। তাই সিলেবাস ফলো করে ভালো করে প্রস্তুতি নাও।
আর কোনোকিছু জানার থাকলে ও কোনো পরামর্শ প্রয়োজন হলে আমাদেরকে প্রশ্ন করতে পারো।
Thanks | ধন্যবাদ
DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639
No comments:
Post a Comment