Thursday, March 11, 2021

ঢাবি ভর্তি নির্দেশিকা ২০২০-২১


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি নির্দেশিকা ডাউনলোড করতে নিম্নোক্ত লিংকগুলোতে ক্লিক করুন।

ভর্তি পরীক্ষা বিষয়ক ঘোষণাটির পিডিএফ কপি ডাউনলোড করুন


এবং,
ভর্তি পরীক্ষার আবেদনের পেজে যেতে এখানে—ক্লিক—করুন

Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Tuesday, February 16, 2021

ঢাবি ভর্তি পরীক্ষার নতুন সিদ্ধান্ত : এমসিকিউ ৬০, লিখিত ৪০


২১ মে ২০২১ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। আগামী বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জেনারেল এডমিশন কমিটির বৈঠকে এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি ২০২১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাব করা হয়েছে।
এদিকে ডিনস কমিটির বৈঠকে পরীক্ষা পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার ১২০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ৪০ নম্বরের লিখিত আর ৬০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। আর এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ এর উপর থাকবে ২০ নম্বর।
বৈঠকে উপস্থিত ডিনস কমিটির একজন সদস্য জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি আবদেন ৮ মার্চ থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী ১ এপ্রিল পর্যন্ত টাকা জমা দিতে পারবেন।
তিনি আরও বলেন, আগামী ২১ মে ক ইউনিটের পরীক্ষা মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ মে, গ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, ঘ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও চ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। সব পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হবে।
ভর্তি পরীক্ষার বিষয়ে ডিনস কমিটি অনেকগুলো সুপারিশ করেছে। আগামী ১৮ ফেব্রুয়ারির বৈঠকে এগুলো চূড়ান্ত করা হবে।

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639