Saturday, September 28, 2019
Saturday, September 21, 2019
Thursday, September 19, 2019
লিখিত অংশের নমুনা প্রশ্ন ও উত্তর লেখার পদ্ধতি→
গত ১৩ সেপ্টেম্বর ২০১৯ তে অনুষ্ঠিত "গ" ইউনিটের প্রশ্নের সাপেক্ষে এই নমুনা প্রশ্নটি তৈরি করা হয়েছে এবং আশা করা যায় "খ" এর প্রশ্নও এরূপই হবে→
♦ প্রশ্নপত্র→
1. Translate the following sentences into English: ——— [5]
(a) আমি আসবো বলে সবাই অপেক্ষা করছিল।
(b) আমি তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম।
(c) সে আমার বহুদিনের সাধনার অর্জন।
(d) দেখতে দেখতে বিশটি বছর পেরিয়ে গেলো।
(e) তুমি স্বাস্থ্যকর খাবার খাবে ও স্বাস্থ্যসম্মত স্থানে বাস করবে।
2. Translate the following sentences into Bangla: ——— [5]
(a) He is my sleeping partner.
(b) It has been raining for depression.
(c) He did the pursuit without any ambition.
(d) I have never been to Sylhet.
(e) Do you want to join in a meditation team.
3. Explain the following concepts in English: ——— [5]
(a) Level Playing Field
(b) Social Capital
(c) Dreamland
(d) Lifeboat
(e) Power of Youth
4. Pick out the buzzwords from the passage: ——— [5]
Today's time is a time of communication technology. With the development of hi-tech communication media and rapid transportation facilities, the world has come closer. The world is now a global village. Counties of the world are like families in a village. They can even share their joys and sorrows like next door neighbours. If one county is in distress, others can immediately come to its assistance. If we could build up an atmosphere of mutual understanding and co-operation through this globalisation process, our world could certainly be a better place to live in.
5. পরিচ্ছন্ন পরিবেশ আইন চেয়ে চিঠিপত্রের কলামে একটি নিবন্ধ লিখ। ——— [5]
6. Answer the following short questions: ——— (5×4=20)
(a) বাঙালিদের নোবেল বিজয় সম্পর্কে একটি তথ্যপঞ্জি লিখ।
(b) Write a few points about proper use of Internet.
(c) ফেসবুকে শুদ্ধভাবে বাংলা লেখার প্রতি আহবান জানিয়ে তোমার ফেসবুক বন্ধুদের প্রতি একটি স্ট্যাটাস লিখ।
(d) Write some ideas of enhancing public awareness.
(e) বাংলাদেশ একটি কল্যাণমুলক রাষ্ট্র হতে চলেছে— বিষয়টি ব্যাখ্যা করো।
অথবা,
তুমি কি ভিন্ন কিছু করার স্বপ্ন দেখো? যদি দেখে থাকো সেটা দ্বারা দেশের কী উপকার হতে পারে?
♦ উত্তরপত্র→
[] Answer to the question no—1:
(a) Answer: Everybody were waiting for my coming.
(b) Answer: I went to hospital to see him/ her.
(c) Answer: He/ She is my achievement of long time pursuit.
(d) Answer: Twenty years have passed away see to see.
(e) Answer: You will take healthy foods and live in hygienic place.
[] Answer to the question no—2:
(a) Answer: সে হলো আমার নিঃস্বার্থ বন্ধু।
(b) Answer: নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে।
(c) Answer: সে কোনো উচ্চাকাঙ্ক্ষা ছাড়াই সাধনাটি করেছিল।
(d) Answer: আমি কখনও সিলেটে যাইনি।
(e) Answer: তুমি কি একটি মেডিটেশনের দলে যোগ দিতে চাও?
[] Answer to the question no—3:
(a) Answer: Level playing field means such a state in which conditions in a competition or situation are fair for everyone.
(b) Answer: Social Capital is the networks of relationships among people who live and work in a particular society, enabling that society to function effectively.
(c) Answer: Dreamland means an imagined and unrealistically ideal world.
(d) Answer: A lifeboat is a small boat that's kept on a bigger ship in case of emergency life-support.
(e) Answer: Power of youth is the energy and optimism of the youth that drives innovation, entrepreneurship and the march forward of human right.
[] Answer to the question no—4:
communication technology,
global village,
mutual understanding,
co-operation,
globalisation.
[] Answer to the question no—5:
নমুনা উত্তর→
বাংলাদেশ সরকার যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সেসবের সর্বোচ্চ সুফল পাওয়ার জন্য দেশে উন্নত বিশ্বের মতো একটি পরিচ্ছন্ন পরিবেশ আইন ও তার যথাযথ প্রয়োগ চাই। উন্নত যোগাযোগের জন্য ফ্লাইওভার হয়েছে কিন্তু দেখা যায় তার নিচতলা ময়লার স্তুপ ও মশামাছির অভয়ারণ্য হয়ে উঠে। এসব নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন পরিবেশ আইনের বিকল্প নেই। এছাড়াও এই আইনের আওতায় পলিথিন ও পলিথিনজাত ওয়ানটাইম প্লেট-গ্লাস নিয়ন্ত্রণ ও নির্মূল করা প্রয়োজন। অধিকন্তু কারো স্থাপনার দেয়ালে পোস্টার লাগানো হলে এর বিরুদ্ধে ভুক্তভোগীকে মামলা করার সুযোগ দেওয়ার জন্য এই আইনে ধারা থাকা উচিৎ। আমরা চাই একটি পরিচ্ছন্ন বাংলাদেশ। যে প্রজন্ম ময়লা দেখে দেখে ও দুর্গন্ধ শুঁকে বড় হয় তারা পরিচ্ছন্নতাবোধ শিখবে কী করে? তারা বড় স্বপ্ন দেখবে কী করে?
[] Answer to the question no—6:
(a) Answer: এ পর্যন্ত ৩ জন বাঙালি ব্যক্তিত্ত্ব নোবেল পুরস্কার লাভ করেছেন।
নোবেল বিজয়ী প্রথম বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল লাভ করেন।
এরপর ১৯৯৮ সালে অমর্ত্য সেন তার সামাজিক চয়ন তত্ত্বের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
এরপর ২০০৬ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার লাভ করেন; তিনি এই পুরস্কার লাভ করেন শান্তিতে।
(b) Answer: We must have to careful about using Internet. We must use it for enhancing our knowledge, communication, technical works etc. Taking excessive entertainment using Internet and thus wasting time must be leaved. We can use Internet for the works such as—
(i) Reading e-books
(ii) Knowing information
(iii) e-Learning (Learning via Internet)
(iv) Electronic communication etc.
(c) Answer: নমুনা উত্তর→
বন্ধুরা, ফেসবুকে বাংলা ভাষায় লেখালেখির সময় আমাদের ভাষার শুদ্ধ প্রয়োগ সম্পর্কে সচেতন ও যত্নশীল হওয়া প্রয়োজন। আমরা আমাদের মূল্যবান জিনিসপত্র যেমন যত্নের সঙ্গে ব্যবহার করি তাহলে আমাদের এই অমূল্য মাতৃভাষাকে কেনো যাচ্ছেতাইভাবে ব্যবহার করবো?
আসুন আমরা ফেসবুকে লেখালেখির সময় শুদ্ধভাবে বাংলা বানান লিখি।
(d) Answer: We can raise public awareness in many kinds of ways. TV Programs, awareness workers, newspapers, social media, friend circle, youth volunteer organizations, awareness campaign etc are the ways of raising awareness.
(e) Answer: যে রাষ্ট্র তার নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য বিভিন্ন নাগরিক সুবিধা দিয়ে থাকে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে। কল্যাণমূলক রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন ভালো উদ্যোগে সহযোগিতা দিয়ে থাকে। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড যেমন নাগরিক সুবিধা ও তরুণ উদ্যোগকে উৎসাহিত করে আসছে তাতে বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্র হতে চলেছে।
অথবা,
নমুনা উত্তর→
আমি লাইফ একাডেমি নামে একটি প্রতিষ্ঠান দিতে চাই যার কাজ হবে মানুষের লাইফ নিয়ে গবেষণা করা ও এদেশে বিদেশি গবেষকদের সঙ্গে কাজ করা। এর মাধ্যমে লাইফ সম্পর্কিত বিভিন্ন গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে এদেশের মানুষের উপকার হবে।
Note: রাত ১০:০০ টায় এবছর নিউজপেপারে আসা গুরুত্বপূর্ণ বানানগুলো পোস্ট করা হবে। এসব থেকে প্রতিবছরই প্রশ্ন আসে; তাই মিস করবে না।
Thanks | ধন্যবাদ
DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639
লিখিত অংশের প্রশ্নপত্র ও উত্তরপত্র আলাদা হবে!
ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক সিদ্ধান্তে লিখিত অংশের জন্য প্রশ্নপত্রেই উত্তর লেখার জন্য ফাঁকা জায়গা থাকার কথা থাকলেও গত ১৩/০৯/২০১৯ তে অনুষ্ঠিত "গ" ইউনিট এর পরীক্ষায় লিখিত অংশের প্রশ্নপত্র ও উত্তরপত্র আলাদা ছিল। সেই মোতাবেক "খ" ইউনিট এর লিখিত অংশের প্রশ্নপত্র ও উত্তরপত্রও আলাদা হবে।
Thanks | ধন্যবাদ
DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639
Subscribe to:
Posts (Atom)