প্রথমেই বলতে হয়, ঢাবি এবারের ভর্তি পরীক্ষায় বেশকিছু চমক নিয়ে আসছে; এসব হলো—
(১) প্রথমবারের মতো লিখিত পরীক্ষা হবে।
(২) ঢাবির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মার্ক জিপিএ হতে (১০০) কাউন্ট করা হবে।
(৩) প্রথমবারের মতো ভর্তি পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন করা হবে।
(৪) ইতিহাসে প্রথমবারের মতো ইংরেজিতে সৃজনশীল প্রশ্ন হবে।
(৫) ইতিহাসে প্রথমবারের মতো সাধারণ জ্ঞানে সৃজনশীল প্রশ্ন হবে।
(৬) লিখিত অংশে ৫০ মিনিটে ৪টি সৃজনশীলের উত্তর করতে হবে।
(৭) নির্দিষ্ট জায়গায় সৃজনশীলের উত্তর প্রদান করতে হবে, এক্সট্রা কোনো পাতা যোগ করার ব্যবস্থা থাকবে না; অর্থাৎ, প্রশ্নপত্রেই প্রতিটি প্রশ্নের পর একটু ফাঁকা জায়গা থাকবে, সেখানেই উত্তর লিখতে হবে।
এছাড়াও, যেহেতু লিখিত পরীক্ষা হবে সেহেতু সবাইকে পরীক্ষায় বসার সুযোগ নাও দেওয়া হতে পারে, কারণ এতো খাতা কেটে রেজাল্ট দিতে গেলে অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে হয়তো এলিজেবল লিস্টে সর্বোচ্চ জিপিএধারী নির্দিষ্ট সংখ্যককে পরীক্ষার সুযোগ দেওয়া হবে; যদিও এ অপশনটি এখনো গৃহীত হয়নি।
এবং, যেহেতু প্রত্যেক সপ্তাহে একটি করে আপডেট নিউজ দিচ্ছে সার্কুলার দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত হয়তো আরো নতুন কিছু বিষয় অ্যাড করা হবে।
তবে এসব চমকে উদ্বিগ্ন ভর্তি পরীক্ষার্থীরা। তাদের মনে প্রশ্ন ও দ্বিধাদ্বন্দ্ব এই যে, লিখিত অংশের প্রশ্ন আসলে কীরূপ হবে এবং আমি তার উত্তর করতে পারবো কি না।
অধিকন্তু প্রশ্ন, ইংরেজি ও সাধারণ জ্ঞানের সৃজনশীল আবার কীরূপ হবে?
আমি বলবো, এসব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। Basic জিনিসগুলো ভালো করে পড়ো। Basic ভালো না জানলে সৃজনশীলের উত্তর করা সম্ভব না।
বাংলা ও ইংরেজিতে ১টি করে ও সাধারণ জ্ঞানে ২টি সৃজনশীল প্রশ্ন হতে পারে। প্রতিটি সৃজনশীলে ১০ মার্ক করে থাকতে পারে।
আর, আমরা এ সপ্তাহেই এই সৃজনশীল পদ্ধতিতে ৪০ নম্বরের লিখিত অংশের একটি মডেল টেস্ট নিবো ও তার উত্তরমালাও প্রকাশ করবো। তখন তোমরা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
তোমার প্রশ্ন জানাতে পারো—
ফোন: +৮৮০১৭৪৬৩১৫৬৩৯
ফেসবুক: facebook.com/mahadihasan24
তোমার স্বপ্ন পূরণে | DUKUAPP
No comments:
Post a Comment