Tuesday, May 28, 2019

লিখিত অংশে Intellectual Thinking কে গুরুত্ব দেওয়ার ঘোষণা!


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় Intellectual Thinking কে প্রায়োরিটি দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. সাদেকা হালিম।

অর্থাৎ, মুখস্ত বিদ্যার চেয়ে তোমার বুদ্ধিমত্তা, ক্রিয়েটিভিটি কে প্রায়োরিটি দেয়া হবে এখানে। তুমি কতটা গুছিয়ে উপস্থাপন করতে পারো সেটাও গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হবে। হাতের লেখা মেইন ফ্যাক্ট নয়। গতানুগতিক ধারার প্রিপারেশন নিয়ে বা রিটেন পার্ট এড করা নাই এমন বই থেকে প্রিপারেশন নিয়ে ভালো করা খুব কঠিন হবে এবার। বাংলা, ইংরেজি বা সাধারণ জ্ঞানের এডমিশন টেস্টের বই কেনার আগে অবশ্যই দেখে নিবে রিটেন পার্ট এড করা আছে কিনা। 

ইংরেজির জন্য অনেকেই তোমাকে অনেক মোটা মোটা বই, ৮০০+ পৃষ্ঠার বই পড়তে সাজেস্ট করবে! অথচ ৩ মাসে এই বইগুলো ভালোভাবে পড়ে শেষ করা অসম্ভব। কারণ, তোমাকে ইংরেজি ছাড়াও আরো বিষয় পড়তে হবে! তাই আমরা DUKUAPP থেকে যেসব বই সাজেস্ট করবো সেসব বই পড়বে।

ইংলিশ এর ক্ষেত্রে অন্যতম একটি ভালো বই "ছায়ামঞ্চ Competitive English"; বইটিতেই পর্যাপ্ত রিটেন পার্ট এড করা আছে। MCQ পার্ট, গ্রামার পার্ট তো আছেই। তাছাড়া বইটি শুধু এডমিশন টেস্টের উপযুক্ত করেই তৈরি করা। যেটা তোমাকে চান্স পেতে সর্বোচ্চ সহায়তা করবে।

যেহেতু Intellectual Thinking বা বুদ্ধিমত্তাকে প্রায়োরিটি দেয়া হবে সেহেতু কয়েকটা IQ প্রশ্নও আসতে পারে এবারের ঢাবির ভর্তি পরীক্ষার লিখিত অংশে। তাছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটে IQ থেকে প্রশ্ন করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে IQ থেকে থাকে ৮ নাম্বার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের D ইউনিটে IQ থেকে থাকে ২০ নাম্বার। ঢাবির IBA তে IQ থেকে থাকে ২০ নাম্বার (Analytical ability)। এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয় সহ আরো কিছু বিশ্ববিদ্যালয়ে IQ থেকে প্রশ্ন করা হয়। এটা নিয়ে চিন্তার কিছু নেই, ভর্তি পরীক্ষার IQ এর জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও বেস্ট IQ বই "ছায়ামঞ্চ IQ SUMMIT" সংগ্রহ করে ফেলো।

এছাড়াও আমাদের "ক্রিয়েটিভ প্রশ্নব্যাংক" এক্ষেত্রে সহায়ক হবে এবং এর উত্তরের ব্যাখ্যা অংশ হতে বুদ্ধিমত্তাসম্পন্ন উত্তর উপস্থাপনা শিখতে পারবে।

No comments:

Post a Comment