Saturday, September 5, 2020

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ / B ইউনিটের প্রশ্ন প্যাটার্ন→


এখন তোমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক অর্থাৎ "খ" ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো তুলে ধরবো। প্রথমেই বলি নৈব্যক্তিক বা MCQ সম্পর্কে।
জেনে রাখো প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে ১.২৫ নম্বর করে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য মোট সঠিক এর উপর থেকে ০.২৫ নম্বর করে কেটে নেওয়া হবে!
• বাংলা : ১৬ টি প্রশ্ন অর্থাৎ ১৬×১.২৫ = ২০ নম্বর
• ইংলিশ : ১৬ টি প্রশ্ন অর্থাৎ ১৬×১.২৫ =২০ নম্বর
• সাধারণ জ্ঞান : ২৮ টি প্রশ্ন অর্থাৎ ২৮×১.২৫= ৩৫ নম্বর

এবার তোমাদের সব থেকে ঝামেলার প্রশ্ন লিখিত তথা Written পরীক্ষার ব্যাপারে বলি—
ঢাকা বিশ্ববিদ্যালয় "খ" ইউনিট ভর্তি পরীক্ষায় লিখিততে থাকে—
✍️ বাংলা ২৫ মার্কস 
✍️ ইংরেজি ২০ মার্কস

✍️ বাংলা লিখিত পরীক্ষায়—
সিলেবাস থেকে একটি পাঠের মূলভাব, কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা, উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা (নাটক, গল্প থেকে)।
লেখক/ কবি পরিচিতি, মিলকরণ মানে সম্ভবত টেবিল (সেই প্রাইমারির মতো),
সারমর্ম/ সারাংশ লিখন, বানান শুদ্ধি ও প্রমিতকরণ, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন, ব্যাকরণভুক্ত সংজ্ঞা ও দৃষ্টান্ত, অনুবাদ ইত্যাদি বিষয় বেশি গুরুত্ব পাবে বলা হয়েছে।

✍️ ইংলিশ রিটেনে—
Comprehension, short paragraph, explanation with reference to the context (বই থেকে কিছু একটা দিয়ে ব্যাখ্যা করতে বলা হবে), rearrange, punctuation, translation, with clue/ without clue, transformation of sentence, sentence making (বাক্য রচনা) এসব থেকে প্রশ্ন আসবে। বেশিরগুলার সাথে তোমরা পরিচিত। ইন্টারে এসব এক্সামে দিয়ে আসছো। 

👉 পাশ মার্কস—
বাংলা ৬, ইংরেজি ৬, জিকে ১২ সহ এমসিকিউতে মোট ৩০ পেতে হবে।
রিটেনে পাশ মার্কস টোটাল ১২। 
আবার রিটেন + এমসিকিউ মিলিয়ে টোটাল ৪৮ পাশ মার্কস।

👉 এমসিকিউতে নেগেটিভ মার্কিং ০.২৫ করে। 
👉 পরীক্ষার হলে ক্যালকুলেটর/ ঘড়ি নেয়া যাবে না।

তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট ২০০ নম্বরের উপরে।
তার মধ্যে ৮০ নম্বর থাকবে তোমার SSC এবং HSC পরীক্ষার মোট GPA এর উপরে। বাকি ১২০ নম্বরে থাকবে পরীক্ষা।

Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

No comments:

Post a Comment