Friday, August 2, 2019

শেষ সময়ের প্রস্তুতি!


বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের হাতে এখন সময় খুব অল্প; আর ঢাবি ভর্তি পরীক্ষার্থীদের জন্য আরও অল্প। এই স্বল্প সময়ে ভর্তি প্রস্তুতি সুসম্পন্ন করতে এখন একমাত্র করণীয় সিলেবাস ফলো করে বেসিক বিষয়গুলো ভালো করে পড়া এবং সাম্প্রতিক বিষয়গুলোর জন্য ভালো একটি সহায়িকা (সাম্প্রতিক ক্যাপসুল/ বুলেটিন প্রভৃতি) পড়া। এসব বিষয়ে এখন কথা বলবো।

♦ কী কী পড়বে? কীভাবে পড়বে?
কী কী টপিক পড়তে হবে তা সিলেবাস থেকে জানতে পারবে। সিলেবাস পাওয়ার পদ্ধতি এই পোস্টের শেষে লেখা আছে।
আর কোন কোন বই হতে পড়বে সে বিষয়ে বলতে হয়, বাংলার জন্য উচ্চমাধ্যমিক বাংলা 'সাহিত্য পাঠ', বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণী) ও বাংলা প্রান্তর, ইংরেজির জন্য HSC "English for Today (For Classes XI-XII)" ও English SOS (SOS Publication) এবং সাধারণ জ্ঞানের জন্য সামাজিক বিজ্ঞান (নবম-দশম শ্রেণী) (১৯৯৬ এর সিলেবাস), MP3 সাধারণ জ্ঞান (বাংলাদেশ) ও MP3 সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক) পড়বে।
আর, সাধারণ জ্ঞানের সাম্প্রতিক বিষয়গুলোর জন্য সাম্প্রতিক ক্যাপসুল/ বুলেটিন ইত্যাদি সহায়িকা ভালো হবে কারণ, কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক গভীরের জিনিসও দেওয়া থাকে যেসবের সবকিছু আসলে ঢাবি "খ" এর জন্য গুরুত্বপূর্ণ নয়; তাই এই অল্প সময়ে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা নয় তা বুঝতে না পারলে হয়তো কিছু অহেতুক বিষয় পড়ে সময় ব্যয় করার সম্ভাবনা থাকে।
আর হ্যা, "Newspaper Digest : ঢাবি 'খ' সংখ্যা ২০১৯" পড়বে। এটি ভর্তি পরীক্ষার ২০ দিন আগে PDF আকারে পাবে; প্রিন্ট কপি পাবেনা।
সাধারণ জ্ঞানের বেশ কিছু বেসিক তথ্য আছে যেগুলো আমরা জানতাম না কিন্তু সাম্প্রতিক কোনো কারণে পেপারে এসেছে এবং স্মার্ট ছাত্র হিসেবে তা জানা দরকার। এসব পেপারে খুঁজতে গেলে একজন অনভিজ্ঞ ছাত্র তা অন্য দশটা অপ্রয়োজনীয় তথ্যের সঙ্গে একাকার করে ফেলবে। এক্ষেত্রে অভিজ্ঞ ভাইয়াদের সাহায্য প্রতিদিন নিতে হয় যা খুবই অসুবিধাজনক। পরীক্ষার্থীদের এই সমস্যা থেকে মুক্তি দিতে আমি 'নিউজপেপার ডাইজেস্ট' সম্পাদনা করে আসছি।
আর এই "Newspaper Digest : ঢাবি 'খ' সংখ্যা ২০১৯" সেই কাজটি আরও সহজ করে দেবে। এটি পাওয়ার পদ্ধতি জানতে এখানে—ক্লিক—করো

♦ মডেল টেস্টঃ
আমরা এ বছর পূর্বের নিয়মে একটি প্রীতি মডেল টেস্ট নিয়েছি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত আর সেইসঙ্গে লিখিত অংশে Intellectual Thinking প্রয়োগ করার ঘোষণা এলে সেই সম্ভাব্য পদ্ধতিতে দুটি মডেল টেস্ট নিয়েছি। এরপর যখন লিখিত অংশের প্রশ্ন সৃজনশীল করার ঘোষণা এলো তখন আমরা সৃজনশীল পদ্ধতিতে লিখিত অংশের ৪০ নম্বরের একটি মডেল টেস্ট নিয়েছি। এরপর যখন ঘোষণা এলো লিখিত অংশের প্রশ্ন শুধু বাংলা ও ইংরেজি এর উপরে হবে, তখন আমাদের পক্ষে আর কোনো মডেল টেস্ট নেওয়া সম্ভব হয়নি। কারণ এ বিষয়টি আমাদের কাছে অস্পষ্ট। লিখিত অংশে সাধারণ জ্ঞান হতে কোনো প্রশ্ন করা না হলে এমসিকিউ অংশে সাধারণ জ্ঞান প্রশ্ন সেই অংশের হিসেবের চেয়ে বেশি করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
আর প্রাথমিক সিদ্ধান্ত এমসিকিউতে সময় ৪০ মিনিট ও লিখিততে সময় ৫০ মিনিট সেটাই সুন্দর তথা বোধগম্য ছিল (পূর্বের বছরগুলোর নিয়ম অনুযায়ী ঐকিক নিয়ম করলে ৬০টি এমসিকিউ এর জন্য সময় হয় ৩৬ মিনিট)।
সেখানে সর্বশেষ সিদ্ধান্তে এমসিকিউতে সময় নির্ধারণ করা হয় ৫০ মিনিট আর লিখিততে ৪০ মিনিট; এমসিকিউতে এতো সময় বাড়িয়ে দেওয়ার পিছনে কারণ কী? লিখিততে এত কম সময় দেওয়ার পিছনেই বা কারণ কী এবং সেক্ষেত্রে উভয় অংশে প্রশ্ন কী ধরণের হতে পারে তা আমাদের বোধগম্য নয়।
তাই এক্ষেত্রে বোধগম্যতার সংকট নিয়ে কোনো সম্ভাব্য মডেল টেস্ট নেওয়া ফলপ্রসূ হবে না। তাই কিছু পরামর্শ দিয়ে এবারের প্রজেক্ট শেষ করছি।

তবে এপর্যন্ত নেওয়া মডেল টেস্টগুলো অবশ্যই দিবে। কারণ এতে তোমাদের দক্ষতা বাড়বে ও তোমাদের ভুল-ত্রুটিগুলো শুধরে নিতে পারবে। মডেল টেস্ট দিতে এখানে—ক্লিক—করো

♦ ঢাবি "খ" প্রস্তুতির সিলেবাসঃ
এই সিলেবাসটির বৈশিষ্ট্য হলো এটিতে উল্লেখিত টপিকগুলো 5 স্টার, 4 স্টার, 3 স্টার, 2 স্টার এবং 1 স্টার দিয়ে শ্রেণীবদ্ধ করা হয়েছে। 5 স্টার টপিকগুলো ঢাবির জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ; এসব থেকে প্রশ্ন মিস হবেনা। 4 স্টার টপিকগুলোও খুবই গুরুত্বপূর্ণ; এখান থেকেও প্রশ্ন মিস হবেনা। 3 স্টার টপিকগুলো মধ্যম গুরুত্বপূর্ণ; এসবও পড়তে হবে। আর 2 স্টার ও 1 স্টার টপিকগুলো ঢাবির জন্য না পড়লেও হবে।
তবে প্রশ্ন হলো, তাহলে কেনো দেওয়া হয়েছে? বিষয়টা হলো এই সিলেবাসটি ফলো করলেই মানবিক এর ছাত্র-ছাত্রীদের সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি সম্পন্ন হবে। তবে এটি সাজানো হয়েছে ঢাবির Preference অনুসারে।
সিলেবাসটি পেতে এখানে—ক্লিক—করো

আর, এখনকার সর্বশেষ কথা হলো এই পোস্টটি শেয়ার করো।

Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

No comments:

Post a Comment