২০১৯-২০ শিক্ষাবর্ষ হতে ঢাবির ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষাও নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবার ৬০টি এমসিকিউ ও ৪০টি লিখিত প্রশ্নের উত্তর দিতে হবে। তাই পরীক্ষার্থীদের মাঝে এই প্রশ্ন দেখা দিয়েছে যে, লিখিত অংশের প্রশ্ন কেমন হবে?
তোমরা এমসিকিউ এর জন্য যা যা পড়বে সেগুলো থেকেই কিছু জিনিস লিখিত পরীক্ষায় আসবে। পার্থক্য হলো সেখানে অপশন থাকবে না। এমসিকিউ প্রিপারেশনের বাইরে যা পড়বে সেটা হলো সংজ্ঞা, অনুধাবনমূলক প্রশ্ন; সকল বিষয়ের সকল সংজ্ঞা বুঝে মুখস্থ রাখতে হবে।
বাংলার লিখিত অংশে গদ্য বা পদ্য থেকে প্রশ্ন থাকতে পারে; অনুধাবনমূলক প্রশ্ন। যেমন- তোমার উচ্চমাধ্যমিক বাংলা সংকলন পাঠ্যবই এ যে সকল কবিতা মাত্রাবিত্ত ছন্দে রচিত তাদের দু'একটির নাম লিখো, "__" কোন কবিতার ভাববস্তু? ইত্যাদি।
আর ২য় পত্র থেকে থাকতে পারে— ধ্বনিবিপর্যয় কী? উক্ত বাক্যে "__" কোন কারক? এরূপ। ব্যাকরণ, ভাষাজ্ঞান, বানান/ বাক্য শুদ্ধিকরণ, ইংরেজি হতে বাংলা অনুবাদ ইত্যাদি প্রশ্ন হবে।
ইংরেজিতে প্যাসেজ থেকে প্রশ্ন হতে পারে এবং গ্রামার ও ভাষাজ্ঞান অংশ হতে প্রশ্ন হবে। বাংলা হতে ইংরেজি অনুবাদ আসবে, কারেকশন, ট্রান্সফরমেশন, ন্যারেশন, ক্লাসিফিকেশন অব ভার্ব, ওয়ার্ড ফরমেশন ইত্যাদি আসবে।
সাধারণ জ্ঞানেও একই রকম হতে পারে। কোন ঘটনা কখন ঘটেছিল? কেন ঘটেছিল। সমসাময়িক কোন ইস্যু সম্পর্কে তুমি কী জানো? "__" বিষয়টি কী? এরূপ আর কি। এছাড়াও অ্যানালিটিকাল রাইটিং ও ইন্টেলেকচুয়াল থিংকিং আসতে পারে।
তোমরা মূলত এইচএসসিতে সৃজনশীলে যত মার্কের জন্য যতটুকু যেভাবে লিখতে সেভাবেই উপস্থাপন করতে হবে। আর সেজন্য এমসিকিউ উত্তরের অপশনটির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে সেরূপ ভাবো বই পড়তে হবে।
লিখিত অংশ নিয়ে চিন্তিত না হয়ে পরিকল্পিত প্রিপারেশন নিতে হবে। হতে হবে কৌশলী। বানান ভুল যত কম হয় ততই মঙ্গল।
এইচএসসি রেজাল্ট কী হবে এসব নিয়ে এখন একদমই ভাবার প্রয়োজন নেই। এখন একটাই ভাবনা "Admission Test"। প্রতিদিন ১০-১২ ঘন্টা করে পড়ো, Try to be the best version of you 😎 প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো। প্রতিদিন নতুন কিছু জানো। পড়ায় রেগুলারিটি মেইনটেইন করো।
তোমার প্রশ্ন জানাতে পারো—
ফোন: +৮৮০১৭৪৬৩১৫৬৩৯
ফেসবুক: facebook.com/mahadihasan24
তোমার স্বপ্ন পূরণে | DUKUAPP
No comments:
Post a Comment