Tuesday, May 28, 2019

লিখিত অংশে Intellectual Thinking কে গুরুত্ব দেওয়ার ঘোষণা!


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় Intellectual Thinking কে প্রায়োরিটি দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. সাদেকা হালিম।

অর্থাৎ, মুখস্ত বিদ্যার চেয়ে তোমার বুদ্ধিমত্তা, ক্রিয়েটিভিটি কে প্রায়োরিটি দেয়া হবে এখানে। তুমি কতটা গুছিয়ে উপস্থাপন করতে পারো সেটাও গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হবে। হাতের লেখা মেইন ফ্যাক্ট নয়। গতানুগতিক ধারার প্রিপারেশন নিয়ে বা রিটেন পার্ট এড করা নাই এমন বই থেকে প্রিপারেশন নিয়ে ভালো করা খুব কঠিন হবে এবার। বাংলা, ইংরেজি বা সাধারণ জ্ঞানের এডমিশন টেস্টের বই কেনার আগে অবশ্যই দেখে নিবে রিটেন পার্ট এড করা আছে কিনা। 

ইংরেজির জন্য অনেকেই তোমাকে অনেক মোটা মোটা বই, ৮০০+ পৃষ্ঠার বই পড়তে সাজেস্ট করবে! অথচ ৩ মাসে এই বইগুলো ভালোভাবে পড়ে শেষ করা অসম্ভব। কারণ, তোমাকে ইংরেজি ছাড়াও আরো বিষয় পড়তে হবে! তাই আমরা DUKUAPP থেকে যেসব বই সাজেস্ট করবো সেসব বই পড়বে।

ইংলিশ এর ক্ষেত্রে অন্যতম একটি ভালো বই "ছায়ামঞ্চ Competitive English"; বইটিতেই পর্যাপ্ত রিটেন পার্ট এড করা আছে। MCQ পার্ট, গ্রামার পার্ট তো আছেই। তাছাড়া বইটি শুধু এডমিশন টেস্টের উপযুক্ত করেই তৈরি করা। যেটা তোমাকে চান্স পেতে সর্বোচ্চ সহায়তা করবে।

যেহেতু Intellectual Thinking বা বুদ্ধিমত্তাকে প্রায়োরিটি দেয়া হবে সেহেতু কয়েকটা IQ প্রশ্নও আসতে পারে এবারের ঢাবির ভর্তি পরীক্ষার লিখিত অংশে। তাছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটে IQ থেকে প্রশ্ন করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে IQ থেকে থাকে ৮ নাম্বার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের D ইউনিটে IQ থেকে থাকে ২০ নাম্বার। ঢাবির IBA তে IQ থেকে থাকে ২০ নাম্বার (Analytical ability)। এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয় সহ আরো কিছু বিশ্ববিদ্যালয়ে IQ থেকে প্রশ্ন করা হয়। এটা নিয়ে চিন্তার কিছু নেই, ভর্তি পরীক্ষার IQ এর জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও বেস্ট IQ বই "ছায়ামঞ্চ IQ SUMMIT" সংগ্রহ করে ফেলো।

এছাড়াও আমাদের "ক্রিয়েটিভ প্রশ্নব্যাংক" এক্ষেত্রে সহায়ক হবে এবং এর উত্তরের ব্যাখ্যা অংশ হতে বুদ্ধিমত্তাসম্পন্ন উত্তর উপস্থাপনা শিখতে পারবে।

লিখিত অংশের প্রশ্ন কেমন হতে পারে?


২০১৯-২০ শিক্ষাবর্ষ হতে ঢাবির ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষাও নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবার ৬০টি এমসিকিউ ও ৪০টি লিখিত প্রশ্নের উত্তর দিতে হবে। তাই পরীক্ষার্থীদের মাঝে এই প্রশ্ন দেখা দিয়েছে যে, লিখিত অংশের প্রশ্ন কেমন হবে?

তোমরা এমসিকিউ এর জন্য যা যা পড়বে সেগুলো থেকেই কিছু জিনিস লিখিত পরীক্ষায় আসবে। পার্থক্য হলো সেখানে অপশন থাকবে না। এমসিকিউ প্রিপারেশনের বাইরে যা পড়বে সেটা হলো সংজ্ঞা, অনুধাবনমূলক প্রশ্ন; সকল বিষয়ের সকল সংজ্ঞা বুঝে মুখস্থ রাখতে হবে।

বাংলার লিখিত অংশে গদ্য বা পদ্য থেকে প্রশ্ন থাকতে পারে; অনুধাবনমূলক প্রশ্ন। যেমন- তোমার উচ্চমাধ্যমিক বাংলা সংকলন পাঠ্যবই এ যে সকল কবিতা মাত্রাবিত্ত ছন্দে রচিত তাদের দু'একটির নাম লিখো, "__" কোন কবিতার ভাববস্তু? ইত্যাদি।
আর ২য় পত্র থেকে থাকতে পারে— ধ্বনিবিপর্যয় কী? উক্ত বাক্যে "__" কোন কারক? এরূপ। ব্যাকরণ, ভাষাজ্ঞান, বানান/ বাক্য শুদ্ধিকরণ, ইংরেজি হতে বাংলা অনুবাদ ইত্যাদি প্রশ্ন হবে।
ইংরেজিতে প্যাসেজ থেকে প্রশ্ন হতে পারে এবং গ্রামার ও ভাষাজ্ঞান অংশ হতে প্রশ্ন হবে। বাংলা হতে ইংরেজি অনুবাদ আসবে, কারেকশন, ট্রান্সফরমেশন, ন্যারেশন, ক্লাসিফিকেশন অব ভার্ব, ওয়ার্ড ফরমেশন ইত্যাদি আসবে।
সাধারণ জ্ঞানেও একই রকম হতে পারে। কোন ঘটনা কখন ঘটেছিল? কেন ঘটেছিল। সমসাময়িক কোন ইস্যু সম্পর্কে তুমি কী জানো? "__" বিষয়টি কী? এরূপ আর কি। এছাড়াও অ্যানালিটিকাল রাইটিং ও ইন্টেলেকচুয়াল থিংকিং আসতে পারে।
তোমরা মূলত এইচএসসিতে সৃজনশীলে যত মার্কের জন্য যতটুকু যেভাবে লিখতে সেভাবেই উপস্থাপন করতে হবে। আর সেজন্য এমসিকিউ উত্তরের অপশনটির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে সেরূপ ভাবো বই পড়তে হবে।

লিখিত অংশ নিয়ে চিন্তিত না হয়ে পরিকল্পিত প্রিপারেশন নিতে হবে। হতে হবে কৌশলী। বানান ভুল যত কম হয় ততই মঙ্গল। 

এইচএসসি রেজাল্ট কী হবে এসব নিয়ে এখন একদমই ভাবার প্রয়োজন নেই। এখন একটাই ভাবনা "Admission Test"। প্রতিদিন ১০-১২ ঘন্টা করে পড়ো, Try to be the best version of you 😎 প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো। প্রতিদিন নতুন কিছু জানো। পড়ায় রেগুলারিটি মেইনটেইন করো।

তোমার প্রশ্ন জানাতে পারো—
ফোন: +৮৮০১৭৪৬৩১৫৬৩৯
ফেসবুক: facebook.com/mahadihasan24

তোমার স্বপ্ন পূরণে | DUKUAPP

Preface to Infobank!


আমাদের এই প্রস্তুতি প্রকল্পের লক্ষ্য ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হতে।
তাই, এই বছরের জন্য প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও হেল্প নিয়ে আমরা তোমাদের পাশে আছি।