২০১৯-২০ শিক্ষাবর্ষ হতে ঢাবিতে এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে অনেক পরীক্ষার্থীদের মনে প্রশ্ন জেগেছে— লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর কীভাবে লিখবো?
প্রথমেই বলে রাখি, কিছু প্রশ্নের উত্তর এক শব্দে হতে পারে আবার কিছু প্রশ্নের উত্তর তিন/ চার বাক্যেও হতে পারে। পরীক্ষার্থীরা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে লিখতে পারে সেভাবে সমন্বয় করেই প্রশ্ন তৈরি করা হবে। তাই 'সংক্ষিপ্ত উত্তর অতিরিক্ত তথ্য দিয়ে বড় করবো কি না?' এ ধরণের দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নাই; যতটুকু উত্তর ততটুকুই লিখবে, একটুও বেশি লিখবে না।
দ্বিতীয়ত— পদ্ধতির বিষয়। ধরো একটা প্রশ্ন আছে এভাবে—
6. I, and not my brothers (a) ___________ done the work. So, pay the full payment to (b) ___________.
তাহলে তার উত্তর লিখবে এভাবে—
6. Answer: (a) have, (b) me
আর যদি প্রশ্ন এভাবে থাকে—
6. I, and not my brothers ___________ done the work. So, pay the full payment to ___________.
তাহলে উত্তর লিখবে এভাবে—
6. Answer: have, me
কখনই এভাবে উত্তর লিখবে না→
I, and not my brothers
have done the work. So, pay the full payment to
me.
কারণ এতে উত্তরের শব্দটি খুঁজে নিতে পরীক্ষকের শ্রম ও সময় বেশি লাগে, ফলে পরীক্ষক এতে বিরক্ত হয়।
তুমি উত্তরটি জানো কিনা তা পরীক্ষককে বুঝিয়ে দেওয়াই বড় কথা। প্রশ্ন দেখে পুরো বাক্য লেখাতে কোনো কৃতিত্ব নাই।
তৃতীয়ত, বানানের বিষয়ে সচেতন ও যত্নশীল হতে হবে। বানান ভুল করলে উত্তরের তথ্য সঠিক হলেও পরীক্ষক এতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেন না, ফলে দেখা গেলো পুরোপুরি সঠিক উত্তর লিখলে কিন্তু বানান ভুলের কারণে ১.২০ নম্বরের জায়গায় ১ নম্বর পেলে।
চতুর্থত, তোমার হাতে যদি সময় থাকে তাহলে 'Intellectual Thinking' এর প্রশ্নের উত্তরগুলোকে চমৎকার করতে এমনকিছু তথ্য দিতে পারো যা সাধারণত সবাই পারে না। এর ফলে পরীক্ষক বুঝবে যে তোমার কিছু বিশ্লেষণধর্মী ও বাস্তবিক দক্ষতা আছে। ফলে হয়তো ওই প্রশ্নে তুমি নির্দিষ্ট নম্বরের বেশি মার্ক পাবেনা কিন্তু তোমার প্রতি পরীক্ষকের যে সহানুভূতির জন্ম হলো এর ফলে দেখা যাবে অন্য প্রশ্নগুলোতে তুমি ভালো মার্ক পাবে। হয়তো পরীক্ষক তোমার দু-একটি বানান ভুল মেনে নিয়ে পূর্ণ নম্বর দিবে।
উদাহরণস্বরূপ—
প্রশ্ন: স্মার্টনেস কী? ব্যাখ্যা করো।
এর উত্তর: "Smartness হলো Smart শব্দটির বিশেষ্যপদ। অভিধানের ভাষায় Smart শব্দটির বাংলা অর্থ— চৌকস; অর্থাৎ, একটি কাজে থাকা অবস্থাতেও চারদিকের সবকিছু সম্পর্কে যে সজাগ থাকে এবং কোনোকিছু খুব দ্রুত ধরে ফেলতে পারে তাকে স্মার্ট বলে।" — এই যথেষ্ট।
কিন্তু তুমি যদি লিখো—
"Smartness হলো Smart শব্দটির বিশেষ্যপদ। অভিধানের ভাষায় Smart শব্দটির বাংলা অর্থ— চৌকস; অর্থাৎ, একটি কাজে থাকা অবস্থাতেও চারদিকের সবকিছু সম্পর্কে যে সজাগ থাকে এবং কোনোকিছু খুব দ্রুত ধরে ফেলতে পারে তাকে স্মার্ট বলে।
অনেকের ধারণা স্মার্ট মানে হ্যান্ডসাম, কিন্তু এটা ভুল ধারণা। 'হ্যান্ডসাম' মানে শুধু দেখতে সুন্দর। যে শুধু দেখতে সুন্দর কিন্তু কোনো কাজ পারে না তাকে স্মার্ট নয় বরং সহজ বাংলা ভাষায় তাকে বলা হয় 'সুন্দর গাধা'।
স্মার্ট শব্দটির ভাবার্থ চটপটে।
আবার কিছু লোক আছে যারা শুধুই দ্রুত কিছু করতে ধরে ও তাড়াহুড়া করে বিভিন্ন জিনিস নষ্ট করে; এটা স্মার্টনেস নয়, এটা অস্থিরতা।
যে স্মার্ট সে সবসময়ই সচেতন ও যত্নশীল। এ দুটি গুণ না থাকলে স্মার্ট হওয়া যায় না।
সময়ের কাজ সময়ে যে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে তাকে স্মার্ট বলে।"
তাহলে তুমি সেই সুবিধা পাবে।
এক্ষেত্রে সতর্কতা হলো— Intellectual Thinking ধাঁচের প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্নে এরূপ করে কোনো লাভ হবে না। এটি শুধু Intellectual Thinking টাইপের প্রশ্নেই ফল দেবে।
এসব আরও ভালোভাবে শিখতে আমাদের Comprehensive Alternative Model Admission Test (CAMAT) এর প্রশ্নের উত্তরগুলো দেখতে পারো।
© মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা, ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতি প্রকল্প।
তোমার প্রশ্ন জানাতে পারো—
ফোন: +৮৮০১৭৪৬৩১৫৬৩৯
ফেসবুক: facebook.com/mahadihasan24
তোমার স্বপ্ন পূরণে | DUKUAPP